বাগেরহাটের মোল্লাহাটে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় খুলনা-মাওয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ওই বাসটি জব্দ করতে পারলেও তার চালক ও সহকারি পালিয়ে গেছে।
নিহত বিরাজ মোল্লা (৩৫) উপজেলার নগরকান্দি গ্রামের মো. লুৎফর মোল্লার ছেলে। সে গরু ব্যবসায়ী বলে স্থানীয়রা জানায়।
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্প ইনচার্জ শেখ আবুল হাসান জানান, বিরাজ মোল্লা মোটরসাইকেল চালিয়ে লিংক রোড দিয়ে মহাসড়কে উঠছিল। এসময় খুলনাগামী যাত্রীবাহী পরিবহনের একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে ওই মোটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে রাস্তার ওপর থেকে লাশ উদ্ধার করে এবং বাসটি জব্দ করে। তবে বাসের চালক ও তার সহকারি পালিয়ে গেছে। পরবর্তীতে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিরাজ মোল্লা গরু বিক্রির টাকা নিয়ে মোটরসাইকেল যোগে মোল্লাহাট উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। বাসের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।